হট পোষ্ট

Truecaller খুজে বের করবে অপরিচিত কলারকে !

Truecaller খুজে বের করবে অপরিচিত কলারকে !
প্রতিদিনই আমাদের বিভিন্ন অপরিচিত ফোনকল রিসিভ করতে হয়। কেমন হবে যদি কল রিসিভ করার আগেই জেনে যান কে আপনাকে ফোন করেছেন। জ্বী সেটা সম্ভব True Software Scandinavia AB এর Truecaller এপস এর মাধ্যমে।








প্রথমে  Truecaller এবং Truedialer এপস দুটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন। Iphone, Windows Phone, Blackberry, Symbian এর জন্য Truecaller এর সাইট থেকে ডাউনলোড করতে পারেন।
ডাউনলোডের পর ট্রু-কলার ইন্সটল করে নিচের ছবিগুলোর মত ধাপে ধাপে রেজিস্ট্রেশন করুন এবং সেটিংসগুলো ঠিক করে নিন।






প্রোফাইল ভেরিফাইড করার জন্য সোসাল সাইটগুলোর সাথে প্রোফাইল লিংক করুন।






এবার ট্রু-ডায়ালার ইন্সটল করে নিচের ছবিগুলোর মত ধাপে ধাপে রেজিস্ট্রেশন করুন এবং সেটিংসগুলো ঠিক করে নিন।



প্রোফাইল ভেরিফাইড করার জন্য সোসাল সাইটগুলোর সাথে প্রোফাইল লিংক করুন।

Tap on item এ View contact দিন।


Allow notification access এ ক্লিক করে নটিফিকেশন এক্সেস দিন।


এবার আসুন খোজ দা সার্চ শুরু করি। নিচের ছবিটি ট্রু-কলার এর সার্চবার। আমি 9R Concept এর নাম্বার সার্চ করলাম আর সাথে সাথে তা চলে আসল।


ঠিক একইভাবে ট্রু-ডায়ালার এ খোজ দা সার্চ শুরু করলাম। নিচের ছবিটি ট্রু-ডায়ালার এর সার্চবার। আমি 9R Concept এর নাম্বার সার্চ করলাম আর সাথে সাথে তা চলে আসল।



আপনি চাইলে Truecaller সাইটেউ নাম্বার সার্চ করতে পারবেন। দেখুন আমার নাম্বার সার্চ করলাম, আর সকল তথ্য দিয়ে দিলো।
এখন থেকে কেউ আপনাকে কল করলে আপনার ফোনে যদি ইন্টারনেট সংযোগ থাকে সাথে সাথে ট্রু-কলার আপনাকে কে ফোন করেছে তার তথ্য দিয়ে দিবে।


হ্যাপি কলিং :)




আসুন জেনে নিই গুগল এর কিছু মজার বিষয় ।

আমরা গুগল ব্যবহার করি শুধু নতুন কিছু জানা বা শিখার জন্য। কিন্তু গুগলে যে মজাও করা যায় তা আমরা অনেকে জানি না। তাই আমি আপনাদের মজা দেওয়ার জন্যই এই বিষয় তা শেয়ার করছি।




প্রথমে আপনি গুগল হোম পেজে এ গিয়ে একটি পিকচার সার্চ করবেন ভাবছেন। তো এই নাম দিয়ে সার্চ দিয়ে দেখুন তো ”Atari Breakout” কি দেখতে পান।
এবার দেখুন তো ১৯৯৮ সালে গুগল হোম পেজটা কেমন ছিল।
গুগল হোমপেজ দেখতে- ”Google in 1998” সার্চ দিন। তাহলেই বুঝতে পারবেন।
এবার আমরা একটু মজা করবো।
মজা করার জন্য- ”Zerg Rush” লিখে ইন্টার চাপুন। তারপর মজা দেখুন।
আজ এই পর্যন্তই। আগামি তে আরও মজার কিছু নিয়ে হাজির হব।

এবার অ্যান্ড্রয়েডে খেলুন প্লেস্টেশন/PSX1এর গেমস!

আপনারা  অনেকেই প্লেস্টেশন এর গেমসগুলো পিসিতে বা প্লেস্টেশনে খেলেছেন। এবার আমি দেখাব কিভাবে তা এনড্রোয়েডে খেলবেন।


এনড্রোয়েডে প্লেস্টেশন গেমসগুলো চালাতে কি কি লাগবে? :-

  • 1.প্রথমে আপনাকে প্লেস্টেশন ইমুলেটর ডাওনলোড করতে হবে। প্লেস্টোরে অনেকগুলো Psx ইমুলেটর রয়েছে যেমন FPse, PSX4droid, PSX Emulator Lite,ePSXe ,যার বেশিরভাগই পেইড। এখনে আমি ব‍্যবহার করেছি ePSXe ইমুলেটর। Play Store এর মূল‍্য $3.75 ।ডাওনলোড লিংক- https://play.google.com/store/apps/details?id=com.epsxe.ePSXe&hl=en&referrer=utm_source%3Dgoogle%26utm_medium%3Dorganic%26utm_term%3Depsxe
    তবে আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে না। আপনাদেরকে আমি ফ্রিতে দিব।
  • 3.বায়েস ফাইল SPCH1001.BIN
  • 4. রম

ডাওনলোড লিংক:-

যেভাবে psx গেমগুলো চালাবেন :-

  • 1.প্রথমে ePSXe উপরের লিংক থেকে ডাওনলোড করুণ। install করে open করেন।
  • 2. এরপর preference এ গিয়ে Bios file এ উপরের 2 নং লিংক থেকে  ডাওনলোড জওয়ান SCPH1001.BIN সিলেক্ট করেন।
  • 3. এখন আপনি যে psx রম ডাওনলোড করেছেন তা estract করেন।দেখবেন এটা .bin ফরমেটে।
  • 4.এখন আবার ePSXe ওপেন করে preference থেকেrun game এ প্রেস করেন। দেখবেন  .bin নামেন আপনার রমটা । ওপেন করে গেম খেলতে থাকেন।এ নিয়মেআপনি play station 1 এর গেমগুলো খেলতে পারবেন।

Again Airtel Unlimited Free Internet Opera&Uc fully Free

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন।
প্রথমে বলে রাখি ট্রিক টিই টাকা অথবা, এম্বি দিয়ে চালাতে পারবেন.. কিছুই কাটবে না।
এই Tricks দিয়ে Opera&Uc দুইটাই চলবে।
কথা না বারিয়ে কাজে আসি।


প্রথমেই একটা Package Active করুন ।
Java Configaration Nokia.prov
তারপর নিচের মত Config তৈরি করুন।
.
Name : airTel Free
Proxy : 98.143.144.58
Port : 80
Apn : internet
এখন নিচ থেকে UC Browser&Operamini টা নামিয়ে নিন।
এবার মোড করা UC Browser টা Install দিন ।
আর একটা কথা Uc তে কোন কিছু করতে হবে না , আমিই সব কিছু করে দিয়েছি ।
Only Setup Opera Hendler Fq
Change Opera Front Query
Front Query- 103.4.145.81/cgi-bin/nph-.cgi/111110A/http/
Remove Opera Proxy server
আর কি এইবার High Speed ফ্রি চালাতে থাকুন ।আর কোন সমস্যা হলে আমাকে জানান ।
তো আর কি আল্লাহর নামে ডাউনলোড শুরু করুন।
ধন্যবাদ।

Muste Read .ok. Jader Uc Browser Open Hoccena tara
je kono Hendler Uc Te Front Query ta Setup kore din.
Donnobad.

১৫ mb এর বেশি ফাইল ডাউনলোড
করার জন্য hideme.be অথবা Opera Reload& proxy-server.at ইত্যাদি ব্যবহার করুন ।
3G এরিয়ার ভিতর থাকলে 3G speed পাবেন|
কোন সমস্যায় হলে কমেন্ট করে জানাবেন ।
This trick is officially founded/discovered by me & cannot be founded on any other site.
If you enjoyed this trick, please hit the 'Thanx' button & comment here for my work.
Ask me freely if you have any problem.
Regards
Nh Rakib
Designed by MS Design

Powered by Blogger