এবার অ্যান্ড্রয়েডে খেলুন প্লেস্টেশন/PSX1এর গেমস!

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৯:৩৭ AM | টিউন বিভাগঃ
আপনারা  অনেকেই প্লেস্টেশন এর গেমসগুলো পিসিতে বা প্লেস্টেশনে খেলেছেন। এবার আমি দেখাব কিভাবে তা এনড্রোয়েডে খেলবেন।


এনড্রোয়েডে প্লেস্টেশন গেমসগুলো চালাতে কি কি লাগবে? :-

  • 1.প্রথমে আপনাকে প্লেস্টেশন ইমুলেটর ডাওনলোড করতে হবে। প্লেস্টোরে অনেকগুলো Psx ইমুলেটর রয়েছে যেমন FPse, PSX4droid, PSX Emulator Lite,ePSXe ,যার বেশিরভাগই পেইড। এখনে আমি ব‍্যবহার করেছি ePSXe ইমুলেটর। Play Store এর মূল‍্য $3.75 ।ডাওনলোড লিংক- https://play.google.com/store/apps/details?id=com.epsxe.ePSXe&hl=en&referrer=utm_source%3Dgoogle%26utm_medium%3Dorganic%26utm_term%3Depsxe
    তবে আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে না। আপনাদেরকে আমি ফ্রিতে দিব।
  • 3.বায়েস ফাইল SPCH1001.BIN
  • 4. রম

ডাওনলোড লিংক:-

যেভাবে psx গেমগুলো চালাবেন :-

  • 1.প্রথমে ePSXe উপরের লিংক থেকে ডাওনলোড করুণ। install করে open করেন।
  • 2. এরপর preference এ গিয়ে Bios file এ উপরের 2 নং লিংক থেকে  ডাওনলোড জওয়ান SCPH1001.BIN সিলেক্ট করেন।
  • 3. এখন আপনি যে psx রম ডাওনলোড করেছেন তা estract করেন।দেখবেন এটা .bin ফরমেটে।
  • 4.এখন আবার ePSXe ওপেন করে preference থেকেrun game এ প্রেস করেন। দেখবেন  .bin নামেন আপনার রমটা । ওপেন করে গেম খেলতে থাকেন।এ নিয়মেআপনি play station 1 এর গেমগুলো খেলতে পারবেন।

Previous
Next Post »
Designed by MS Design

Powered by Blogger