প্রতিদিনই আমাদের বিভিন্ন অপরিচিত ফোনকল রিসিভ করতে হয়। কেমন হবে যদি কল রিসিভ করার আগেই জেনে যান কে আপনাকে ফোন করেছেন। জ্বী সেটা সম্ভব True Software Scandinavia AB এর Truecaller এপস এর মাধ্যমে।
প্রথমে Truecaller এবং Truedialer এপস দুটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন। Iphone, Windows Phone, Blackberry, Symbian এর জন্য Truecaller এর সাইট থেকে ডাউনলোড করতে পারেন।
ডাউনলোডের পর ট্রু-কলার ইন্সটল করে নিচের ছবিগুলোর মত ধাপে ধাপে রেজিস্ট্রেশন করুন এবং সেটিংসগুলো ঠিক করে নিন।
প্রোফাইল ভেরিফাইড করার জন্য সোসাল সাইটগুলোর সাথে প্রোফাইল লিংক করুন।
এবার ট্রু-ডায়ালার ইন্সটল করে নিচের ছবিগুলোর মত ধাপে ধাপে রেজিস্ট্রেশন করুন এবং সেটিংসগুলো ঠিক করে নিন।
প্রোফাইল ভেরিফাইড করার জন্য সোসাল সাইটগুলোর সাথে প্রোফাইল লিংক করুন।
Tap on item এ View contact দিন।
Allow notification access এ ক্লিক করে নটিফিকেশন এক্সেস দিন।
এবার আসুন খোজ দা সার্চ শুরু করি। নিচের ছবিটি ট্রু-কলার এর সার্চবার। আমি 9R Concept এর নাম্বার সার্চ করলাম আর সাথে সাথে তা চলে আসল।
ঠিক একইভাবে ট্রু-ডায়ালার এ খোজ দা সার্চ শুরু করলাম। নিচের ছবিটি ট্রু-ডায়ালার এর সার্চবার। আমি 9R Concept এর নাম্বার সার্চ করলাম আর সাথে সাথে তা চলে আসল।
আপনি চাইলে Truecaller সাইটেউ নাম্বার সার্চ করতে পারবেন। দেখুন আমার নাম্বার সার্চ করলাম, আর সকল তথ্য দিয়ে দিলো।
এখন থেকে কেউ আপনাকে কল করলে আপনার ফোনে যদি ইন্টারনেট সংযোগ থাকে সাথে সাথে ট্রু-কলার আপনাকে কে ফোন করেছে তার তথ্য দিয়ে দিবে।
হ্যাপি কলিং
ConversionConversion EmoticonEmoticon