আমরা গুগল ব্যবহার করি শুধু নতুন কিছু জানা বা শিখার জন্য। কিন্তু গুগলে যে মজাও করা যায় তা আমরা অনেকে জানি না। তাই আমি আপনাদের মজা দেওয়ার জন্যই এই বিষয় তা শেয়ার করছি।
প্রথমে আপনি গুগল হোম পেজে এ গিয়ে একটি পিকচার সার্চ করবেন ভাবছেন। তো এই নাম দিয়ে সার্চ দিয়ে দেখুন তো ”Atari Breakout” কি দেখতে পান।
এবার দেখুন তো ১৯৯৮ সালে গুগল হোম পেজটা কেমন ছিল।
গুগল হোমপেজ দেখতে- ”Google in 1998” সার্চ দিন। তাহলেই বুঝতে পারবেন।
এবার আমরা একটু মজা করবো।
মজা করার জন্য- ”Zerg Rush” লিখে ইন্টার চাপুন। তারপর মজা দেখুন।
আজ এই পর্যন্তই। আগামি তে আরও মজার কিছু নিয়ে হাজির হব।
ConversionConversion EmoticonEmoticon